এই প্রশ্নের পরিপূর্ণ উত্তর কারো কাছেই নেই।কারণ,এভাবে জানা সম্ভব নাহ। কিন্তু অনেকেই বই লিখে অতীতে যেমন স্বচ্ছল জীবিকা নির্বাহ করেছে এখনও করছে।এক্ষেত্রে কলম জাদুকর হুমায়ূন আহমেদের কথা বলা যেতে পারে। তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ছেড়ে এসে লেখায় মনোনিবেশ করেছন।তার লেখক জীবনে কখনো আর্থিক সমস্যা হয়নি নুহাশপল্লী যার উদাহরণ। উনার অনেক বই থেকেও এ বিষয়টা জানা যায়। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনিই প্রথম বই প্রকাশকের কাছ থেকে গাড়ি এডভান্স পেয়েছেন নতুন বই প্রকাশের জন্য।
কিন্তু অনেক লেখককে দেখা যায় তাদের পাঠকপ্রিয়তা বা অন্য যে কোনো কারণে লেখক জীবনেে আর্থিক সমস্যা থেকেই যায়। এবিষয়ে একটা বাণী স্মরণীয়"দুটো ভাতের সংস্থান না করে কেউ এ পথে এসো নাহ"।মানিক বন্দ্যোপাধ্যায়সহ অনেক কবি বা লেখকের জীবনেই আর্থিক অবস্থা করুণ ছিলো।
বর্তমান সময়ের লেখক সাদাত হোসাইন, কিংকর আহসান সহ অনেকেই সচ্ছলতার সাথে এ পথে জীবিকানির্বাহও করছে। সবই সম্ভব♥
No comments:
Post a Comment