সাধারণ মানুষ হিসেবে আকছার এইসব চিহ্ন দেখতে পাই কিন্তু ঠিক বুঝি না কী জিনিস এগুলো। বিজ্ঞাপনে দেখানো হয়, "এই চিহ্ন দেখে তবেই কিনবেন"। কিন্তু খুব কম ক্ষেত্রেই আমরা জানার চেষ্টা করি এগুলো কী জিনিস। আজ তাই সময় এসেছে এগুলো সম্পর্কে জানার।
এই বিষয়ে যাবার আগে জানতে হবে Intellectual Property বা মেধাসম্পদ কী জিনিস। সাধারণ ভাবে যদি বোঝার চেষ্টা করি তাহলে বলা যেতে পারে, যেসব সম্পদ মানুষের intellect বা বুদ্ধি থেকে আসে তাকেই বলা হয় Intellectual Property। এইসব সম্পত্তি আমাদের বাস্তব জীবনে ব্যবহৃত সম্পদের মত নয় যাকে ইংরেজিতে বলা হয় intangible। মানে ধরুন আপনার কাছে একটা পেন আছে। ওটা অবশ্যই আপনার সম্পত্তি। এবার ধরুন ওই পেন দিয়ে একটা একটা গল্প লিখলেন। তো এই গল্প কী আপনার সম্পত্তি? আপনি বলবেন, হ্যাঁ। কারণ ওটা আপনি আপনার মেধা দিয়ে সৃষ্টি করেছেন। সেই হিসেবে ওটা আপনার সম্পত্তি। আর এই "গল্প"টা হলো Intellectual Property বা মেধাসম্পদ।
সব মেধাসম্পদ আবার একই গোত্রীয় নয়। মানে আপনার "আঁকা ছবি"ও মেধাসম্পদ আবার ধরুন "কোনো উৎকৃষ্ট খাবার তৈরির পদ্ধতি" সেটাও একরকমের মেধাসম্পদ। কিন্তু দুটো একরকমের নয়। বিভিন্ন রকমের মেধাসম্পদ আছে আমাদের চারপাশে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি। এগুলোকে মেধাসম্পদ বলার থেকে বলা ভালো," আপনার মেধাসম্পদ যে আপনার", সেটা রক্ষা করার হাতিয়ার হচ্ছে কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্ট ইত্যাদি।
আপনি যদি এইসব ব্যাপার না জেনে থাকেন তাহলে এইটুকু পড়েই আপনার বোর হয়ে যাবার কথা। কেননা সংক্ষিপ্ত পরিসরে যা বললাম আমি তা হচ্ছে খানিকটা নুন তেল ছাড়া মাংস রান্না করার মত ব্যাপার। শুধু মোটামুটি জেনে রাখুন Intellectual property ঠিক কী জিনিস। আরো গভীরভাবে নাহয় অন্য কোথাও আলোচনা করবো।
এবার আসা যাক প্রশ্নের উত্তরে। © এই চিহ্নটা কপিরাইট বোঝাতে ব্যবহৃত হয়। মানে ধরুন আপনি ছবি আঁকলেন, গান তৈরি করলেন, ভিডিও বানালেন, বই লিখলেন -এসবই কপিরাইটের আওতায় পড়ে। আপনি যদি কপিরাইট হোল্ডার হোন তাহলে অন্য কেউ যদি আপনার তৈরি ওইসব জিনিস নিয়ে ব্যবসা শুরু করে আপনারই অনুমতি ছাড়া তবে আপনি কপিরাইটের দৌলতে আইনি ব্যবস্থা নিতে পারেন।
® চিহ্ন সম্পর্কে বলার আগে বলে নেই TM সম্পর্কে। TM মানে হচ্ছে ট্রেডমার্ক। উদাহরণ হিসেবে বলা যেতে পারে স্যামসাং এর লোগো হচ্ছে ট্রেডমার্ক। আপনি যদি মোবাইল নির্মাতা হোন, তবে আর যাই লোগো ব্যবহার করুন না কেন ওই লোগো আপনি ব্যবহার করতে পারেন না। কেননা এই লোগো স্যামসাং এর মেধাসম্পদ। এইসব ট্রেডমার্ক সাধারণত কোনো প্রোডাক্টের পেছনে ব্যবহৃত হয়। এক্ষেত্রে বিভিন্ন কোম্পানির মোবাইল থেকে স্যামসাং তার মোবাইলকে আলাদা করে বোঝানোর জন্য ব্যবহার করে এই ট্রেডমার্ক।
® ও একপ্রকার ট্রেডমার্ক যেখানে R মানে হচ্ছে Registered। যেসব ট্রেডমার্ক, ট্রেডমার্ক অফিসে নথিভুক্ত আছে অর্থাৎ ট্রেডমার্ক অফিস আবেদনকারীকে ওই ট্রেডমার্ক ব্যবহারের অনুমতি দিয়েছে সেইসব ট্রেডমার্কগুলোকে ® চিহ্ন দিয়ে বোঝানো হয়। যেমন
দুলাল ভড়ের তালমিছরি। এটি ® চিহ্নযুক্ত। মানে এটি সরকারি অফিসে নথিভুক্ত আছে। এখন আপনার তালমিছরির বিজ্ঞাপনে আপনি ওই একই নাম ব্যবহার করতে পারবেন না।
যতক্ষন না সরকারিভাবে নথিভুক্ত হচ্ছে ততক্ষণ শুধু TM ব্যবহার করা যেতে পারে। এতক্ষন ট্রেডমার্ক নিয়ে বললেও সার্ভিস মার্ক বা SM বলেও একটা বস্তু আছে। ট্রেডমার্ক সাধারণত প্রোডাক্ট কে আলাদা করে দেখানোর জন্য ব্যবহৃত হয় আর সার্ভিস মার্ক সার্ভিস দেবার কোনো ব্র্যান্ড কে আলাদা করে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন ধরুন
এটা কিন্তু কোনো প্রোডাক্ট নয়। রেস্টুরেন্ট সার্ভিসকে বোঝায়। তাই এটি SM। এখন এই দুই TM এবং SM নথিভুক্ত হয়ে গেলে ® চিহ্ন ব্যবহার করা যেতে পারে।
স্বল্প পরিসরে বোঝানোর চেষ্টা করলাম। তাই কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্টে বলবেন। আমি বোঝানোর চেষ্টা করবো।
ধন্যবাদান্তে, Mohammad Accessories
No comments:
Post a Comment