অনুসরণকারী best

Translate

Followers

Showing posts with label মানুষকে আকৃষ্ট করার বিষয়ে কিছু মনস্তাত্ত্বিক তথ্য কী কী?. Show all posts
Showing posts with label মানুষকে আকৃষ্ট করার বিষয়ে কিছু মনস্তাত্ত্বিক তথ্য কী কী?. Show all posts

04/08/2020

মানুষকে আকৃষ্ট করার বিষয়ে কিছু মনস্তাত্ত্বিক তথ্য কী কী?

আমরা প্রায়ই শুনে থাকি যে - ভালো মেয়েরা খারাপ ছেলেদের প্রেমে পড়ে।

খারাপ ছেলেরা তাহলে এমন কি করলো যাতে মেয়েরা আকৃষ্ট হলো তাদের প্রতি?

ব্রেইনওয়াশ বুঝি? মগজধোলাই?

কাউকে নিজের প্রতি আকৃষ্ট করতে চাইলে তারজন্য অনেক কৌশল আছে।

*প্রথমেই আপনাকে জানতে হবে আপনি ' কাকে ' আকৃষ্ট করতে চান। অর্থাৎ যাকে আকৃষ্ট করতে চান তার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এরজন্য আপনাকে বিচক্ষণ হতে হবে, মানুষকে বোঝার ক্ষমতা থাকতে হবে। সে কি পছন্দ করে, কি অপছন্দ করে এগুলো বুঝতে হবে।

যদি কেউ গান পছন্দ করে, তাহলে তার নজরে পড়ার উপায় হলো গান সংক্রান্ত কিছু একটা করা।

গান গাওয়া, নতুন কোনো গান সম্পর্কে আলাপ জুড়ে দেওয়া কিংবা গান সম্পর্কে আপনি যে ভালোই জানেন সেটা তাকে বোঝানো। এতে সে আপনার প্রতি আগ্রহী হয়ে উঠবে কারণ আপনি তার একটি পছন্দের বিষয় নিয়ে কথা বলছেন।

আপনি যখন তার ভালো-লাগা, খারাপ লাগা গুলো বুঝবেন তখন সহজেই জেনে যাবেন কি করলে সে আগ্রহী হবে।

একটি বুদ্ধিমতী মেয়েকে রূপের প্রশংসা করলে সে খুশিতে আত্মহারা হবে না, বরং সে ভাবতে বসবে আপনার এই প্রশংসার পিছনে কারণ কি।

অন্যদিকে, রূপ-সচেতন একটি মেয়েকে বলুন তাকে ডার্ক লিপস্টিকে কতটা সুন্দর লাগছে। সে মনে করে রাখবে যে আপনি একদিন তার ডার্ক লিপস্টিকের প্রশংসা করেছিলেন।

*তাই নিজেকে জাহির করতে যাবেন কম, যাকে আকৃষ্ট করতে চান তাকে আরো বেশি জানতে চাইবেন।

সাধারণত আমরা চারিদিকে নিজেকে নিয়ে ব্যস্ত মানুষজন দেখি। সেখানে কেউ একজন আপনার নিজের প্রতি ভীষণ আগ্রহী দেখলে আপনি অবশ্যই তাকে আলাদা একটা দৃষ্টি দেবেন? নয় কী?

অনেকে নিজেকে জাহির করার চেষ্টায় মগ্ন থেকে ভাবে এত চেষ্টা করি তবুও তাকে আকৃষ্ট করতে পারলাম না কেন? কারণ এটাই।

আর শুরুতে যেটা বললাম, মগজধোলাই এর ব্যাপারটা...

এটার জন্য তেমন কোনো যন্ত্রপাতি লাগে না। ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মত কিছু টেকনিক জানলেই চলে।

*এসব ব্যাপারে আপনি কতটা জানেন , কোন বিষয়ে কতটা দক্ষ এসব কাজে আসে না। কাজে আসে আপনি কতটা ভালোভাবে কো-অপারেট করতে পারছেন। কতটা ওপাশের মানুষটাকে এক্সপ্লোর করতে পারছেন।

এবার আসি যবনিকায়। আমি কিভাবে বিশদ-বিবরণ লিখলাম?

আমি নিজে এই ব্যাপারে বেশ দক্ষ।

আর মগজধোলাই এর কথাটা যদি বলি... একবার এক কবিতাপ্রেমী এভাবেই আমার মগজের বারো বাজিয়েছিলেন। তাই পূর্ব-অভিজ্ঞতা ভরপুর।

কি আর কমু রাসেল বাই, দ্যাড় মাস ফাগল আছিলাম ||

ফেসবুকটি বিনামূল্যে নয়

Welcome our bloge   ফেসবুকটি বিনামূল্যে নয়  আমাদের ব্লগa স্বাগতম   ফেসবুক নিখরচায় নয় ইন্টারনেটের অনেকাংশের অর্থনীতি দুটি মূল্যবান সামগ্রী...

Search This Blog

Labels