প্রশ্নকর্তা বোধহয় বিজ্ঞানের বিষয়ে একেবারেই খোঁজখবর রাখেন না কারণ মানুষের আসার ব্যাপারটা আজ আর কোনো রহস্য তো নয়ই, বরং একটা স্কুলপড়ুয়া বাচ্চাও আপনাকে বলতে দিতে পারে মানুষ কোথা থেকে এসেছে |
আপনি যদি প্রশ্নটা করবার আগে একবার গুগলকেও জিজ্ঞেস করতেন, তাহলেও এই প্রশ্নের উত্তর পেয়ে যেতেন; আমিই আপনার হয়ে করে দিলাম সেটা আর এই লিঙ্কটা ধরুন: Human evolution
যদি উইকিপিডিয়ার লিংক মনে না ধরে, তাহলে এইটাও দেখতে পারেন: Introduction to Human Evolution
আর হ্যাঁ, অনুগ্রহ করে লিখতে বসবেন না যে বিবর্তন একটা 'কল্পিত ধারণা' মাত্র | বিজ্ঞানটা ধর্ম নয়; এখানে প্রমাণ ছাড়া কোনো কাজ-কারবার হয় না আর প্রমাণ ব্যতীত কোনো তত্ত্বেরই ঠাঁই নেই এখানে | যারা এটা বোঝে না তারা আর যাই বুঝুক, বিজ্ঞানটা বোঝে না |
আর চিন্তা নেই, বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনাকে বিশ্বাস করতে বলা হবে না; বরং সন্দেহই করবেন আর প্রশ্নের উত্তর খুঁজবেন | এটাই বিজ্ঞানের নীতি
No comments:
Post a Comment