হাইড্রোজেন বোমার আকার বা শক্তি প্রকল্পের ধরন ও বাজেট অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
আজ পর্যন্ত বানানো সবচেয়ে বড় ও শক্তিশালী হাইড্রোজেন বোমা Tsar Bomba[1]এর উদাহরন দেয়া যাক। পরীক্ষণের উদ্দেশ্যে সোভিয়েত ইউনিয়নের বানানো Tsar Bomba এর ভর ছিল ২৭,০০০ কেজি, লম্বায় ৮ মিটার ও চওড়ায় ছিল ২.১ মিটার। বোমাটির মোট কার্যকর শক্তি ছিল ৫৮ মেগাটন বা ২৪০ পেটাজুল। বোমাটি ভূপৃষ্ট হতে ১০.৫ কিলোমিটার উচ্চতায় নিয়ে ফেলা হয়।
উত্তর রাশিয়ার সেভেরনি দ্বীপের অন্তরীপ Sukhoy Nos[2]এলাকায় ভূমি হতে ৪.২ কিলোমিটার উপরে বোমাটির বিস্ফোরন ঘটানো হয়। ভয়ানক এই বিস্ফোরনে ৮ কিলোমিটার প্রশস্ত অগ্নিগোলক তৈরি হয়েছিল।
বিস্ফোরনের মাশরুম ক্লাউড প্রায় 67 কিলোমিটার উচ্চতায় উঠেছিল যা মাউন্ট এভারেস্টের উচ্চতার সাত গুণের চেয়ে বেশি! মাশরুম মেঘের চূড়া 95 কিলোমিটার জুড়ে বিস্তৃত হয় এবং এর গোড়া ছিল 40 কিলোমিটার প্রশস্ত।
এ মারাত্মক বিস্ফোরনে টেস্ট এলাকার গ্রাউন্ড জিরো (বোমা ফেলার সোজাসুজি স্থলবিন্দু) থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত এলাকার সব ভবন ধ্বংস হয়ে যায়। কয়েকশ কিলোমিটার দূরে থাকা কাঠের ঘর ধ্বংসপ্রাপ্ত হয়, ঘরের চালা, দরজা, জানালা ভেঙে যায় এবং প্রায় এক ঘণ্টার জন্য তাদের রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ২৭০ কিলোমিটার দূর পর্যন্ত মারাত্মক তাপীয় বিকিরন ছড়িয়ে পড়েছিল। এ বিস্ফোরনের ঝলকানি প্রায় ১,০০০ কিলোমিটার দূর থেকে দেখা গিয়েছিল। নিউক ম্যাপের মতে, এটি নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের ফেলা বোমার চেয়ে কমপক্ষে ৩,০০০ গুণ বেশি পরিমাণ ক্ষতিসাধনে সক্ষম ছিল!
ফুটনোটগুলি
No comments:
Post a Comment