অনুসরণকারী best

Translate

Followers

04/08/2020

আমি অনেক বই পড়েছি, কিন্তু তার অধিকাংশই আজ বিস্মৃত। এমন বিস্মরণ যদি হয়, তাহলে বই পড়ার উদ্দেশ্যটা কী রইল?

এক বালক তার জ্ঞানী শিক্ষককে বললো,

'উস্তাদজ্বী, আমি আজকে একটি বই পড়লাম। কিন্তু এখন আমার প্রায় কিছুই মনে নেই । তাহলে বইটি পড়ে কি লাভ হলো?'

শিক্ষক সামনের পাত্রে রাখা খেজুর থেকে বালকটিকে একটি খেজুর খেতে দিলেন।

এরপর জিজ্ঞাসা করলেন,'এই একটি খেজুর খাওয়াতে কি তুমি এক্ষুণি অনেকটা বড় হয়ে গেছ?'

বালক উত্তর দিল,'অবশ্যই না।'

শিক্ষক বললেন,

'এই খেজুরটি তোমাকে বৃদ্ধি পেতে পুষ্টি দিয়েছে। নতুন চামড়া, হাড়, পেশী তৈরিতে আর স্নায়ুর বিকাশ ঘটাতে সাহায্য করেছে। এটা হয়েছে ঠিকই কিন্তু তুমি টের পাওনি।'

বই ঠিক এভাবেই আমাদের বিকশিত করতে সাহায্য করে। আপনি প্রতিটি নতুন বই পড়ার সময় নতুন শব্দ, নতুন তথ্য জানতে পারেন। পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চিন্তা করার দক্ষতা, সুন্দর করে লেখার দক্ষতা, মনের ভাব প্রকাশে আরেকটু সুচারুতা অর্জন করতে প্রতিটা বই আপনাকে প্রতিনিয়ত সাহায্য করছে। পৃথিবীটাকে আরেকটু ভালভাবে বুঝতে শিখছেন। নিজের পুরনো দিনের চিন্তাগুলো শোধরাতে পারছেন।

নিজেকে আরেকটু উন্নত করার দীর্ঘস্থায়ী প্রক্রিয়ার ব্যাপারটি আপনি নিজের অজান্তেই বই পড়ার মাধ্যমে করে ফেলছেন। মনে থাকুক আর নাইবা থাকুক।

তথ্যসূত্রঃ ‎Rokaya Othman (رقية عثمان)‎'s answer to I have read lots of books but forgotten most of them. What's the purpose of reading?

No comments:

ফেসবুকটি বিনামূল্যে নয়

Welcome our bloge   ফেসবুকটি বিনামূল্যে নয়  আমাদের ব্লগa স্বাগতম   ফেসবুক নিখরচায় নয় ইন্টারনেটের অনেকাংশের অর্থনীতি দুটি মূল্যবান সামগ্রী...

Search This Blog

Labels