টীম ভিউয়ার অ্যাপলিকেশনটি আপনার কম্পিউটারে ইন্সটল করতে হবে। তারপর এখানে অ্যাকাউন্ট করতে হবে। আপনি যার কম্পিউটারে কাজ করতে চান তারও এখানে অ্যাকাউন্ট থাকতে হবে। এখন তিনি যদি চান তার কম্পিউটারে আপনাকে কাজ করতে দিতে, তাহলে তাকে একটি পার্সোনাল কোড শেয়ার করতে হবে আপনার সাথে যেটি ব্যবহার করে আপনি তার কম্পিউটার ব্যবহার করতে পারেন।
টীম ভিউয়ার সফটওয়্যারটির ডাউনলোড লিংক TeamViewer – Remote Support, Remote Access, Service Desk, Online Collaboration and Meetings
No comments:
Post a Comment