অনুসরণকারী best

Translate

Followers

04/08/2020

ল্যাপটপ চার্জে দিয়ে চালালে কি ল্যাপটপের ক্ষতি হয়, নাকি চার্জে দিয়ে চালানোই ভালো?


ল্যাপটপে সাধারণত লিথিয়াম আয়ন ব্যাটারী ব্যবহার করা হয়। লিথিয়াম আয়ন ব্যাটারী ফুল চার্জ করলে আস্তে আস্তে তার ক্ষমতা কমতে থাকে। তাই বাড়িতে বা অফিসে ল্যাপটপ ব্যবহারের সময় ব্যাটারি ৮০% চার্জ করাই ভালো। কিন্তু যদি সবসময় চার্জে বসিয়ে ল্যাপটপ ব্যাবহার করেন তবে ব্যাটারী ১০০% চার্জ হওয়ার পরিমাণ স্বাভাবিক ভাবে বাড়তে থাকবে। আর তার সঙ্গে সঙ্গে ব্যাটারির ক্ষমতাও আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু অধিক সময় ল্যাপটপ ব্যবহার করার সময় বারবার ল্যাপটপ চার্জ করাও অসুবিধাজনক। এই সম্যসার সমাধান হিসাবে কিছু সফটওয়্যার রয়েছে যেগুলি ইনস্টল করে নিলে ল্যাপটপ সর্বোচ্চ কতোটুকু চার্জ হতে পারবে তা ঠিক করে দেওয়া যায়। অর্থাৎ আপনি যদি ওই সফটওয়্যার এ ৬০% বা ৮০% সেট করে দেন তবে ল্যাপটপ সর্বোচ্চ ৬০% বা ৮০% চার্জ হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয় ভাবে চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে এবং ল্যাপটপ চার্জ এ লাগানো অবস্থায় ব্যাটারী ৬০% বা ৮০% চার্জিত অবস্থায় স্থির থাকবে। ASUS ল্যাপটপ এর জন্য এমন একটি সফটওয়্যার হলো "ASUS Battery Health Charging". LENOVO ল্যাপটপের জন্যও এমন একটি সফটওয়্যার রয়েছে। আপনার ল্যাপটপের জন্য এমন কোনো সফটওয়্যার আছে কিনা সেটা আপনাকে একটুখানি google করে জেনে নিতে হবে। আর আপনার ল্যাপটপের জন্য এমন কোনো সফটওয়্যার না থাকলে ল্যাপটপ সর্বোচ্চ ৮০% চার্জ হতে দিন এবং চার্জার খুলে ফেলুন। যখন চার্জ কমে মোটামুটিভাবে ৩০% হবে তখন আবার চার্জে লাগিয়ে নিন। এইভাবে ল্যাপটপের ব্যাটারী লাইফ কিছুটা হলেও বাড়ানো যায়।

"ASUS Battery Health Charging" এর ইন্টারফেসটা দেখতে এইরকম -

No comments:

ফেসবুকটি বিনামূল্যে নয়

Welcome our bloge   ফেসবুকটি বিনামূল্যে নয়  আমাদের ব্লগa স্বাগতম   ফেসবুক নিখরচায় নয় ইন্টারনেটের অনেকাংশের অর্থনীতি দুটি মূল্যবান সামগ্রী...

Search This Blog

Labels